শিরোনাম

কোটা আন্দোলনে নামছে বুয়েট শিক্ষার্থীরাও

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে
কোটা আন্দোলনে নামছে বুয়েট শিক্ষার্থীরাও

কোটা সংস্কার ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখার দাবিতে দ্বিতীয় দিনের মতো বাংলা ব্লকেড কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা। ইতোমধ্যে সারা দেশের আন্দোলনকারীদের সমন্বয়ে ৬৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। আজ (মঙ্গলবার) সারা দেশের সমন্বয়কদের সঙ্গে গণসংযোগ করে সর্বাত্মক ব্লকেডে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন ।

দীর্ঘদিন ধরে চলা এই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়, সাত কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজের অংশগ্রহণ থাকলেও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থীদের এতে অংশগ্রহণ ছিল না। তবে মঙ্গলবার থেকে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে রাজপথে নামবেন বুয়েট শিক্ষার্থীরা। এ প্রেক্ষিতে তারা মঙ্গলবার দুপুর ১২টায় ক্যাম্পাসে মানববন্ধন করবেন।

সোমবার বুয়েটের ‘অহর্নিশ ১৯’ ব্যাচের শিক্ষার্থীরা ‘কারেন্ট স্টুডেন্টস অব বুয়েট’ নামক ফেসবুক গ্রুপে একটি স্ট্যাটাসে এ বিষয়ে জানায়। সেখানে উল্লেখ করা হয়, গত ৫ জুন হাইকোর্ট থেকে ২০১৮ সালে প্রকাশিত কোটা সংস্কারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিপত্রটি বাতিল করা হয়, যার প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ হয়ে দেশের ছাত্রসমাজ রাস্তায় নেমে আসে। বুয়েটের টার্ম ফাইনাল থাকায় শিক্ষার্থীরা সংঘবদ্ধভাবে কিছু করতে পারেনি।

অহর্নিশ ১৯ এই বিষয়ে দফায় দফায় আলোচনা করে। তবে হলে জনবল কম থাকায় সরাসরি নামার সুযোগ হয়নি। টিচারদের পেনশন স্কিমের আন্দোলনের জন্য ক্যাম্পাস বন্ধ থাকায় শিক্ষার্থীরাও হলে আসতে আগ্রহী নয়। হলে ৫০ শতাংশের কম শিক্ষার্থী থাকায় হল ডাইনিং চালু করা হয়নি।

স্ট্যাটাসে আরও বলা হয়, অহর্নিশ ১৯ হলে উপস্থিত শিক্ষার্থী এবং ঢাকায় অবস্থানকারী এটাচদের নিয়ে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মঙ্গলবার দুপুর ১২টায় বুয়েট শহীদ মিনারের সামনে একটি শান্তিপূর্ণ মানববন্ধন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। মানববন্ধনে হাজারখানেক শিক্ষার্থীর উপস্থিতি আশা করা হচ্ছে। এই উপস্থিতির উপর নির্ভর করে অহর্নিশ ১৯ পরবর্তী কর্মসূচি বিবেচনা করবে।

Krishibid Group Real Estate-ads