শিরোনাম

“গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় দুই বাসে অগ্নিসংযোগ”

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে
ছবি- সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররা দুই বাসে আগুন দিয়েছে। এর ফলে সকাল থেকেই উপজেলা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

রোববার (৪ আগস্ট) বেলা দেড়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা হাইওয়ে থানার সামনে দুর্ঘটনায় কবলিত দুই বাসে আগুন লাগায় তারা।

সম্প্রতি উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় দুর্ঘটনায় পড়া দুটি বাস ইমাম পরিবহন ও অন্য একটি পরিবহনের বাস মাওনা হাইওয়ে থানা পুলিশ জব্দ করে ফ্লাইওভারের দক্ষিণ পাশে একটি অস্থায়ী ফাঁড়ির সামনে মহাসড়কের ওপর রেখে দেয়। রোববার বেলা দেড়টার দিকে আন্দোলনকারীরা মহাসড়কের পাশে রাখা বাস দুটি লক্ষ্য করে আগুন লাগিয়ে দেয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

রোববার সকাল থেকে মাওনা চৌরাস্তাসহ শ্রীপুর সদর এবং বিভিন্ন স্থানে সরকার সমর্থিত নেতাকর্মীরা অবস্থান নেয়। অন্যদিকে, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররাও আশপাশের এলাকায় অবস্থান করে। বেলা সাড়ে ১১টার দিকে ছাত্ররা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তায় পৌঁছালে সরকার সমর্থিত নেতাকর্মীরা সরে যায়। এর পর ছাত্ররা মাওনা চৌরাস্তাসহ আশপাশের এলাকা দখলে নেয়, এবং এতে বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষও যোগ দেয়।

উল্লেখ্য, গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ হয়। এই সংঘর্ষের সময় উত্তেজিত শিক্ষার্থীরা তিনটি পুলিশ বক্স ও পুলিশের পাঁচটি গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। সংঘর্ষের ঘটনায় জাকির হোসেন নামে এক ব্যবসায়ী নিহত হন, যিনি সাতক্ষীরার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

  • dailyusharbani
  • ঊষারবাণী
  •   local-nogod-300-x-250