শিরোনাম

চলতি সপ্তাহে ব্যাংক থেকে উত্তোলনের সীমা বেড়ে ৪ লাখ টাকা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে
ছবি: সংগৃহীত

চলতি সপ্তাহ থেকে ব্যাংক থেকে সর্বোচ্চ চার লাখ টাকা উত্তোলন করা যাবে, যা গত সপ্তাহে ছিল তিন লাখ টাকা। তার আগে সর্বোচ্চ দুই লাখ টাকা উত্তোলনের সুযোগ ছিল। অর্থাৎ প্রতি সপ্তাহেই উত্তোলনের সীমা বাড়ানো হচ্ছে।

৮ আগস্ট থেকে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম শুরু হলেও নগদ টাকা পরিবহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। এছাড়া, ব্যাংক থেকে অধিক পরিমাণে নগদ টাকা উত্তোলনের ফলে ব্যাংক খাতের অস্থিতিশীলতা সৃষ্টি হওয়ার আশঙ্কাও রয়েছে। এই পরিস্থিতিতে, ব্যাংক থেকে টাকা উত্তোলনের পরিমাণ সীমিত করা হয়েছিল। তবে প্রতি সপ্তাহেই এই সীমা বাড়ানো হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, নিরাপত্তার কারণে শাখায় টাকা স্থানান্তরে সমস্যা হচ্ছে, তাই এক হিসাব থেকে চার লাখ টাকার বেশি উত্তোলন করা যাবে না। চেকের মাধ্যমে লেনদেনের তদারকি বাড়ানোর পাশাপাশি সন্দেহজনক লেনদেন বন্ধ করতে হবে।

নগদ টাকা উত্তোলনে সীমা থাকলেও, গ্রাহকরা যেকোনো পরিমাণ টাকা স্থানান্তর এবং ডিজিটাল লেনদেন করতে পারবেন। পরিস্থিতি স্বাভাবিক হলে, এই সীমা তুলে নেওয়া হবে।

  • dailyusharbani
  • ঊষারবাণী
  • বাংলাদেশ ব্যাংক
  •   local-nogod-300-x-250