শিরোনাম

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার বৈঠক

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ মাস আগে
চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার বৈঠক

বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’এ চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে উপস্থিত ছিলেন সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১০ জুলাই) স্থানীয় সময়ে সকাল ১১টার বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’এ দুই দেশের প্রতিনিধিদের মধ্যে এ বৈঠক আগমন করে।

শেখ হাসিনা এবং লি কিয়াংয়ের মধ্যকার বৈঠকের পর তাদের উপস্থিতিতে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা সম্পর্কে আলোচনা হচ্ছে। দুপুরে গ্রেট হলে চীনা প্রধানমন্ত্রীর দেওয়া মধ্যাহ্ন ভোজে যোগ দেবেন বাংলাদেশ সরকারের প্রধান। এর আগে বেলা পৌনে ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রেট হলে পৌঁছেন, যেখানে তাকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। গ্রেট হলে শেখ হাসিনাকে রাষ্ট্রীয়ভাবে অভ্যর্থনা জানানো হয় এবং তাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়।

শুভেচ্ছা বিনিময়ের পর সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অভিবাদন মঞ্চে গিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। অভিবাদন মঞ্চে শেখ হাসিনা ও লি কিয়াংকে সশস্ত্র সালাম দেয়া হয়েছে চীনের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। এই সময়ে দু’দেশের জাতীয় সংগীত বাজানো হয়। তারপর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিবাদন জানিয়ে তোপধ্বনি করেন। পরবর্তীতে দুই প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর প্যারেড পরিদর্শন করেন।

শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ভাবে অভ্যর্থনা জানানোর পর দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন দুই প্রধানমন্ত্রী। বিকেলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীনের দ্বিপাক্ষিক সফর শেষে বুধবার (১০ জুলাই) রাতে দেশে ফিরবেন তিনি।

  • dailyusharbani
  • ঊষারবাণী
  • চীন
  • শেখ হাসিনা
  •   local-nogod-300-x-250