শিরোনাম

ট্রেন চলাচল নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: রেলের ডিজি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে
ট্রেন চলাচল নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি : রেলের ডিজি

দেশের চলমান পরিস্থিতি বিবেচনায় ট্রেন চলাচল শুরু করার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। রেলওয়ে সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) সরদার সাহাদাত আলী গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, ট্রেন চলাচলের ব্যাপারে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। মূল বিষয় হচ্ছে ট্রেনের নিরাপত্তা। সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে, মন্ত্রী, সচিব এবং অন্যান্য সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে ট্রেন চলাচল শুরু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে, কারফিউ শিথিল থাকা অবস্থায় আজ থেকে স্বল্প দূরত্বে চলাচলকারী যাত্রীবাহী ট্রেনগুলো চলাচল করার পরিকল্পনা ছিল, কিন্তু নিরাপত্তার কারণে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

Krishibid Group Real Estate-ads