শিরোনাম

ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে বৈধতা দিয়েছেন সুপ্রিমকোর্ট

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা নিয়ে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের রুলিং: ড. ইউনূসের সরকারের জন্য সাংবিধানিক সংকটের সমাধান

সুপ্রিমকোর্টের আপিল বিভাগ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের শপথের বৈধতা দিয়েছেন। রাষ্ট্রপতির অনুরোধে বৃহস্পতিবার (৮ আগস্ট) আপিল বিভাগ এই রুলিং প্রদান করে। আপিল বিভাগ বলেন, শেখ হাসিনার পদত্যাগের ফলে যে সাংবিধানিক শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বৈধতা দেওয়া ছাড়া অন্য কোনো বিকল্প নেই।

সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল সাংবাদিকদের বলেন, ‘রাষ্ট্রপতি সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী মতামত চেয়েছেন, এবং সুপ্রিমকোর্ট সেই অনুচ্ছেদের অধীনে মতামত প্রদান করেছেন। তবে কীভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে আমি বিস্তারিত বলতে পারব না।’

তিনি আরও বলেন, ‘রাষ্ট্রপতি সরাসরি এই সরকারের বিষয়ে কিছু বলেননি। তিনি শুধুমাত্র জানতে চেয়েছেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করলে বা সংসদ ভেঙে দিলে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যায় কিনা। সুপ্রিমকোর্ট বলেছেন যে, এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার গঠন করা যায়।’

প্রসঙ্গত, ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান, যার ফলে সাংবিধানিক শূন্যতা তৈরি হয়। পরবর্তীতে, ৬ আগস্ট রাষ্ট্রপতি দ্বাদশ সংসদ ভেঙে দেন, যা সংকটকে আরও জটিল করে তোলে। এই পরিস্থিতিতে ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, যার বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছিল। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এ বিষয়ে সুপ্রিমকোর্টের আইনজীবীদের পরামর্শ নিয়ে ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিমকোর্টের রুলিং চেয়ে এই সাংবিধানিক সংকটের সমাধান করেন।

  local-nogod-300-x-250