শিরোনাম

ড. মুহাম্মদ ইউনূসকে বিমানবন্দরে স্বাগত জানালেন সমন্বয়করা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের দেশে ফেরা

নোবেলজয়ী অর্থনীতিবিদ এবং বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস দেশে ফিরেছেন। তাকে বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন গণ-আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, এবং হাসনাত আবদুল্লাহসহ অন্যান্য সমন্বয়করা। এছাড়া গ্রামীণ ব্যাংক, বাংলাদেশ বিমান শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরাও ব্যানার নিয়ে বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

নিরাপত্তা ব্যবস্থা: বিমানবন্দরে ঢোকার সব ফটকে সেনাবাহিনী এবং বিমান বাহিনীর সদস্যরা নিরাপত্তা জোরদার করেছেন। ফ্লাইটের যাত্রী ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তবে ভিআইপি ফটকের সামনে ড. ইউনূসকে স্বাগত জানাতে অনেকেই অপেক্ষা করছেন।

অন্তর্বর্তীকালীন সরকারের শপথ: সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের শপথ হতে পারে বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৮টায়। এই সরকারের নেতৃত্বে থাকবেন শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস এবং সদস্য সংখ্যা হতে পারে ১৫ জন।

বিমানবন্দরে উপস্থিতি: দুপুর পৌনে ২টায় বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়করা বিমানবন্দরে প্রবেশ করেন। ২টা ৫ মিনিটে সেনাবাহিনীর প্রধানসহ অন্যান্য কর্মকর্তারাও বিমানবন্দরে ঢোকেন।

ফ্রান্স থেকে রওনা: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য বুধবার (৭ আগস্ট) ড. ইউনূস ফ্রান্সের রাজধানী প্যারিসের চার্লস দ্য গল বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন।

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আরও জানান, “ড. ইউনূস বৃহস্পতিবার দেশে আসবেন। আমি তাকে বিমানবন্দরে রিসিভ করবো। আশা করি রাত ৮টায় অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠিত হবে।”

  local-nogod-300-x-250