শিরোনাম

ঢাকা মহানগর পিপি হিসেবে নিযুক্ত হলেন এহসানুল হক সমাজী

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ মাস আগে
ফাইল ছবি

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে আব্দুল্লাহ আবুর নিয়োগ বাতিল করেছে সরকার। তার স্থলাভিষিক্ত হয়েছেন এহসানুল হক সমাজী।

মঙ্গলবার (২৭ আগস্ট) এক প্রজ্ঞাপনে এহসানুল হক সমাজীকে পিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ২০০৯ সালের ২৮ জানুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পিপি পদে মো. আব্দুল্লাহ আবুর নিয়োগ বাতিল করা হলো এবং এ পদে এহসানুল হক সমাজীকে নিয়োগ করা হলো।

এহসানুল হক সমাজী ১/১১ সরকারের সময়ও ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিদায়ী পিপি আব্দুল্লাহ আবু ২০০৯ সাল থেকে এ দায়িত্বে ছিলেন এবং আওয়ামী লীগ সরকারের তিন মেয়াদে এ দায়িত্বে ছিলেন।

  • dailyusharbani
  • ঊষারবাণী
  •   local-nogod-300-x-250