শিরোনাম

দুপুর ৩টায় জনগণের উদ্দেশে বক্তব্য দেবেন সেনাপ্রধান

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে
দুপুর ২টায় জনগণের উদ্দেশে বক্তব্য দেবেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ সোমবার (৫ আগস্ট) বেলা ৩ টায় জনগণের উদ্দেশে বক্তব্য দেবেন। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

আইএসপিআর জানিয়েছে, সেনাপ্রধানের বক্তব্য না আসা পর্যন্ত জনগণকে সহিংসতা এড়িয়ে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে। সেনাপ্রধান এ বিষয়ে অনুরোধ করেছেন।

এদিকে, আজ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঘোষিত তিন দিনের সাধারণ ছুটি শুরু হয়েছে। পাশাপাশি, গতকাল সন্ধ্যা ৬টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ কার্যকর রয়েছে।

  • dailyusharbani
  • ঊষারবাণী
  • সেনাপ্রধান
  •   local-nogod-300-x-250