শিরোনাম

দেশের অধিকাংশ থানা চালু, সীমিত পরিসরে কার্যক্রম চলছে

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে
দেশের অধিকাংশ থানা চালু, সীমিত পরিসরে কার্যক্রম চলছে

দেশজুড়ে পাঁচ শতাধিক থানা সচল হয়েছে। তবে, এসব থানার কার্যক্রম সীমিত পরিসরে চলছে।

সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, প্রতিটি থানার নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েন রয়েছে এবং বেশিরভাগ পুলিশ সদস্য তাদের কর্মস্থলে ফিরে এসেছেন।

পুলিশ সদর দফতর জানিয়েছে, সাধারণ ডায়েরি ও মামলা গ্রহণ ছাড়া অন্য কোনো কার্যক্রম শুরু হয়নি। বেশ কিছু থানার ও পুলিশি স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় সেগুলোর দ্রুত মেরামতের কাজ চলছে, যাতে কার্যক্রম স্বাভাবিক করা যায়।

উল্লেখ্য, সারা দেশে মোট ৬৩৯টি থানা রয়েছে।

  • dailyusharbani
  • ঊষারবাণী
  •   local-nogod-300-x-250