শিরোনাম

প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি হচ্ছেন শফিকুল আলম

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে
প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি হচ্ছেন শফিকুল আলম

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বার্তাসংস্থা এএফপির ব্যুরো চিফ শফিকুল আলম। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই তথ্য জানিয়ে শফিকুল আলম বলেন, অধ্যাপক ইউনূস তাকে প্রেস সচিব হিসেবে নিয়োগের অনুরোধ করেছেন এবং তিনি এই সুযোগ পেয়ে গর্বিত।

ফেসবুক পোস্টে শফিকুল আলম উল্লেখ করেছেন যে, তিনি এখনও নিয়োগপত্র পাননি, তবে আশা করছেন দ্রুত এটি পাবেন। তিনি বলেন, বার্তাসংস্থা এএফপির সঙ্গে প্রায় ২০ বছর কাজ করার অভিজ্ঞতা তাকে একটি পরিবারের মতো সমর্থন করেছে, কিন্তু এখন তিনি নতুন চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুত।

  • dailyusharbani
  • ঊষারবাণী
  •   local-nogod-300-x-250