শিরোনাম

ফেসবুক ও টিকটক কখন চালু হবে, জানিয়েছেন পলক

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে
ফেসবুক ও টিকটক কখন চালু হবে, জানিয়েছেন পলক

ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানিয়েছেন যে, ইউটিউব, ফেসবুক ও টিকটক কখন চালু হবে তা আগামীকাল বুধবার বেলা ১১টার পর জানা যাবে।

মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ৭ মন্ত্রী, ৪ সচিব এবং আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এই তথ্য জানান।

সামাজিক যোগাযোগমাধ্যমগুলো কখন চালু হবে, এমন প্রশ্নের উত্তরে পলক বলেন, আগামীকাল (বুধবার) বেলা ১১টার পর এই বিষয়ে বিস্তারিত জানানো যাবে। টিকটক, ইউটিউব ও ফেসবুকের কাছে একটি ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং তাদের মৌখিক ও লিখিতভাবে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে টিকটক আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে, তারা উপস্থিত হয়ে মৌখিক ও লিখিতভাবে জবাব দিতে চায়।
তিনি আরও জানান, তবে ফেসবুক ও ইউটিউব বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) এখনও কোনো জবাব দেয়নি। তাই আগামীকাল সকাল ৯টা, সকাল ১০টা ও বেলা ১১টায় এই তিন প্রতিষ্ঠানকে বিটিআরসিতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার চিঠি পাঠানো হয়েছে। সুতরাং, আগামীকাল বেলা ১১টার পর তাদের ব্যাখ্যা পাওয়ার পর তা বিশ্লেষণ করে সিদ্ধান্ত জানানো হবে, অথবা ব্যাখ্যা না-পেলে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, কারফিউ, চলমান বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে ৭ মন্ত্রী, ৪ সচিব এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের নিয়ে একটি আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত।

  • dailyusharbani
  • ঊষারবাণী
  • টিকটক
  • ফেসবুক
  •   local-nogod-300-x-250