শিরোনাম

বিকেল থেকে শুরু হচ্ছে ট্রেনের টিকিট বিক্রি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে
বিকেল থেকে শুরু হচ্ছে ট্রেনের টিকিট বিক্রি

সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষাপটে সারাদেশের সব রুটে রেল যোগাযোগ বন্ধ ছিল। তবে, রেলওয়ে কর্তৃপক্ষ অবশেষে রেল চলাচল পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১৫ আগস্ট থেকে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে এবং টিকিট বিক্রি আজ (১২ আগস্ট) বিকেল ৫টা থেকে শুরু হবে।

বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খাঁনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ থেকে মালবাহী ট্রেন চলাচল করবে এবং আগামীকাল (১৩ আগস্ট) থেকে মেইল, এক্সপ্রেস, লোকাল, কমিউটার ট্রেন চলাচল করবে। তবে, পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেন সাময়িকভাবে বন্ধ থাকবে।

উল্লেখ্য, ছাত্র আন্দোলনের কারণে দেশব্যাপী সহিংসতার মধ্যে গত ১৮ জুলাই বিকেল থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে ১ আগস্ট থেকে সীমিত আকারে ট্রেন চলাচল শুরু হলেও তিন দিন পর তা আবার বন্ধ হয়ে যায়।

  • dailyusharbani
  • ঊষারবাণী
  • ট্রেন
  •   local-nogod-300-x-250