শিরোনাম

মধ্যরাতে ডিমের পাইকারি দোকান ও আড়তে অভিযান

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ মাস আগে
মধ্যরাতে ডিমের পাইকারি দোকান ও আড়তে অভিযান

ডিমের দাম বৃদ্ধির বিরুদ্ধে সিন্ডিকেটের মাধ্যমে ব্যবস্থা নিতে মধ্যরাতে ডিমের পাইকারি দোকান ও আড়তে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে, রাজধানীর কাওরানবাজার এলাকায় শিক্ষার্থীদের নিয়ে পরিচালিত এই অভিযানে, ডিমের মূল্য তালিকা ও বিক্রয় রিসিটে অতিরিক্ত দাম উল্লেখ করার জন্য একটি আড়ৎকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই কারণে এক পাইকারি ক্রেতাকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিদপ্তর জানায়, ডিমের কম মূল্যে ক্রয় করে বেশি দামে বিক্রি করার জন্য পারস্পরিক যোগসাজসে ভুয়া রিসিট তৈরি করা হচ্ছিল।

  • dailyusharbani
  • ঊষারবাণী
  •   local-nogod-300-x-250