শিরোনাম

রাজধানীসহ সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

কমপ্লিট শাটডাউন: আইনশৃঙ্খলা বজায় রাখতে ঢাকাসহ সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন

আজ বৃহস্পতিবার ঢাকাসহ সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে কমপ্লিট শাটডাউন কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। তিনি জানান, এক দফা দাবিতে আজ বৃহস্পতিবার সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করা হয়েছে। কর্মসূচি চলাকালে শুধু হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না, অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়ি চলবে না।

এদিকে, সড়ক পরিবহন ও মালিক সমিতির মহাসচিব এনায়েত উল্যাহ জানিয়েছেন, কর্মসূচির মধ্যে পরিস্থিতি ভালো থাকলে গাড়ি চলাচল স্বাভাবিক থাকবে। কোথাও কোনো সমস্যা হলে তখন দেখা যাবে এবং তখন গাড়ি বন্ধ থাকতে পারে।

গত মঙ্গলবার কোটা আন্দোলন নিয়ে সারাদেশে সংঘর্ষের ঘটনায় ৬ জন প্রাণ হারান। এর মধ্যে রাজধানী ঢাকায় দুজন, চট্টগ্রামে তিনজন এবং রংপুরে একজন নিহত হন। এর প্রতিবাদে বুধবার নিহতদের গায়েবানা জানাজা ও প্রতীকী কফিন মিছিল কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন শিক্ষার্থীরা।

  • dailyusharbani
  • ঊষারবাণী
  • কমপ্লিট শাটডাউন
  • বিজিবি মোতায়েন
  •   local-nogod-300-x-250