শিরোনাম

র‍্যাবের নতুন মহাপরিচালকএ কে এম শহিদুর রহমান

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে
র‍্যাবের নতুন মহাপরিচালকএ কে এম শহিদুর রহমান

বাংলাদেশ পুলিশের মধ্যে নতুন রদবদল ঘটেছে। অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহিদুর রহমানকে র‍্যাবের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

৭ আগস্ট জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই পদে বদলি করা হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

  • dailyusharbani
  • ঊষারবাণী
  • র‍্যাব
  •   local-nogod-300-x-250