গুমের অভিযোগে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক ভুক্তভোগী। বুধবার (১৪ আগস্ট) সকালে অ্যাডভোকেট সোহেল রানা সিএমএম আদালতে এ মামলা করেন।
অভিযোগে বলা হয়েছে, ২০১৫ সালে রাজধানীর উত্তরা থেকে তাকে গুম করা হয়। আইনজীবী সোহেল রানা দাবি করেছেন, তাকে ১৮৫ দিন গুম রাখা হয়েছিল এবং বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের সাথে তাকে গুম করা হয়েছিল।
এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, পুলিশের সাবেক মহাপরিদর্শক শহীদুল হক ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদসহ অজ্ঞাত আরও ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
এর আগে, মঙ্গলবার (১৩ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুরে আবু সায়েদ নামের এক মুদিদোকানিকে গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে আনা অভিযোগ এজহার হিসেবে রেকর্ড করার জন্য আদালত নির্দেশ দিয়েছেন।