শিরোনাম

সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে আছে সরকার: ধর্ম উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে
সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে আছে সরকার : ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা আ ফ ম ড. খালিদ হোসেন বলেছেন, সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে রয়েছে। তিনি জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হবে। সোমবার (১২ আগস্ট) সকালে সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব তথ্য জানান।

ধর্ম উপদেষ্টা বলেন, পুলিশ কাজে ফিরে এসেছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটবে না। সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় তিনি নিন্দা জানান।

তিনি আরও বলেন, হামলাকারী দুর্বৃত্তদের আইনের আওতায় আনা হবে। ওয়াকফ সম্পত্তির দুর্নীতি ও দখলদারির বিরোধে ব্যবস্থা নেওয়ার কথাও তিনি জানান।

হজ্ব ইস্যুতে তিনি বলেন, হজ্বযাত্রী পরিবহনে আরও বিমান কোম্পানি যুক্ত করা সম্ভব কিনা, তা পর্যালোচনা করা হবে। এছাড়া হজ্বে অনিয়মের সঙ্গে জড়িত ৫০টি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়েছে বলেও তিনি জানান।

  • dailyusharbani
  • ঊষারবাণী
  •   local-nogod-300-x-250