শিরোনাম

সংবিধানের ষোড়শ সংশোধনী : রিভিউ আবেদন শুনবেন আপিল বিভাগ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে
সংবিধানের ষোড়শ সংশোধনী রিভিউ আবেদন শুনবেন আপিল বিভাগ

বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদ সদস্যদের হাতে এনে সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ও বাতিল ঘোষণা করা আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন শুনবে আপিল বিভাগ। বহুল আলোচিত এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের রিভিউ আবেদনের শুনানি অক্টোবরের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে।

আজ ১৫ আগস্ট প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৫ সদস্যের আপিল বেঞ্চ এ দিন ধার্য করেন।

রিভিউ আবেদন শুনানির জন্য আদালতে উপস্থিত ছিলেন রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ। তিনি বলেন, ষোড়শ সংশোধনীর রিভিউ আবেদনের শুনানি প্রয়োজন।

এ সময় অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ষোড়শ সংশোধনী রিভিউ বিষয়ে সরকারের দিকনির্দেশনা জানা প্রয়োজন, তাই সময় প্রয়োজন। পরে আপিল বিভাগ অবকাশকালীন ছুটির এক সপ্তাহ পর শুনানির দিন নির্ধারণ করেন।

২০১৬ সালের ৫ মে, বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চ ষোড়শ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে রায় দেন।

  • dailyusharbani
  • ঊষারবাণী
  •   local-nogod-300-x-250