শিরোনাম

সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের পদক প্রদান

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৪ মাস আগে
সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের পদক প্রদান

চলতি বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নির্বাচনের দিন আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের পদক ও রিবন প্রদান করা হবে।

২৮ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এবারের পদকের নাম হবে “জাতীয় সংসদ নির্বাচন-২০২৪”। যেসব পুলিশ সদস্য নির্বাচনের কাজে তালিকাভুক্ত ছিলেন, তারা এ পুরস্কার পাবেন। পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজি) ইনামুল হক সাগর জানান, নির্বাচনে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের পদক ও রিবন প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

কতসংখ্যক পুলিশ সদস্য এ পুরস্কার পাবেন, তা পরবর্তীকালে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে জানানো হবে বলে উল্লেখ করেন তিনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদকটি সাদা সংকর ধাতু দিয়ে তৈরি হবে। এর আকৃতি হবে ষড়ভুজ এবং দুই বিপরীত কোণের মধ্যবর্তী দূরত্ব হবে ৩৫ মিলিমিটার। পদকের সামনের দিকে একটি বর্গাকৃতি ব্যালট বাক্সের ছিদ্রে ভাঁজ করা ব্যালট পেপার সদৃশ একটি অংশ উৎকীর্ণ থাকবে। পদকের সামনের ভাগে “সংসদীয় নির্বাচন” এবং নিচের অংশে “জানুয়ারি ২০২৪” লেখা উৎকীর্ণ থাকবে। পদকের পেছনের মধ্যভাগে সংসদ ভবন ও ওপরে “বাংলাদেশ” উৎকীর্ণ থাকবে।

রিবনের প্রস্থ হবে ৩০ মিলিমিটার। রিবনের মধ্যভাগ সাদা হবে এবং উভয় পাশে আইস গ্রিন রঙের থাকবে। এ আইস গ্রিনের উভয় পাশে গাঢ় লাল রং থাকবে। প্রতি রঙের প্রস্থ হবে ছয় মিলিমিটার।

এর আগে ২০২১ সালেও নির্বাচনে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের পদক ও রিবন প্রদান করা হয়েছিল। তখন নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের একসঙ্গে পুরস্কৃত করা হয়েছিল।

  • ঊষারবাণী
  • পদক ও রিবন প্রদান
  • বাংলাদেশ পুলিশ
  •   local-nogod-300-x-250