শিরোনাম

সেন্ট মার্টিনে যাতায়াত করলে মিয়ানমার থেকে গুলি পার্শ্ববর্তী!

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ মাস আগে
সেন্টমার্টিন

কক্সবাজারের সেন্টমার্টিন থেকে টেকনাফগামী দুটি ট্রলার ও কয়েকটি স্পিডবোটের লক্ষ্য হয়েছে মিয়ানমার থেকে আবারও গুলিবর্ষণ করা। মঙ্গলবার (১১ জুন) সকাল ১১টায় নাফ নদীর নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রভাবে গত সাত দিন ধরে এই ধরনের অন্যান্য ঘটনার ধারাবাহিকভাবে ঘটছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মুজিবুর রহমান, এ তথ্য নিশ্চিত করেছেন। তাঁর বাণীতে, মঙ্গলবার সকাল ১১টায় সেন্টমার্টিন থেকে টেকনাফগামী দুটি ট্রলার ও কয়েকটি স্পিডবোট লক্ষ্য করে মিয়ানমার থেকে আবারও গুলি চালানো হয়। এতে ওই নৌযানগুলো টেকনাফ না গিয়ে আবার সেন্টমার্টিনে ফিরে এসেছে। গত সাত দিন ধরে মিয়ানমার থেকে এভাবে গুলি ছোড়া হচ্ছে। এতে আতঙ্কে টেকনাফ-সেন্টমার্টিনে যাত্রী ও পণ্যবাহী সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। এ অবস্থায় প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের বাসিন্দারা চরম সংকটে রয়েছেন।

জানা গেছে, এ দ্বীপে বসবাস করেন ১০ হাজারের বেশি বাসিন্দা। বিভিন্ন দ্বীপ থেকে বাসিন্দাদের জন্য খাদ্য ও নিত্যপণ্য আনা হয় টেকনাফ থেকে। নৌযানই তাদের মুখ্য যাতায়াত মাধ্যম। প্রতিদিন টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটে ৪টি ট্রলার ও ৬টি স্পিডবোটে মানুষ আসা-যাওয়া করা হয়। একই সঙ্গে খাদ্যপণ্য পরিবহনেও ব্যবহৃত হয় ট্রলারে।

সম্প্রতি মিয়ানমারের অভ্যন্তরে সংঘাত চলছে এবং এর ফলে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে নাফ নদীর নাইক্ষ্যংদিয়া পয়েন্টে মিয়ানমার থেকে গুলি ছোড়া হচ্ছে। এই রকম ঘটনার সীমান্তরক্ষী বাহিনী কোনও নিশ্চিততা দেওয়ার অক্ষম রয়েছে। গত কয়েক দিনে এ রকম আক্রমণের ঘটনা ঘটেছে।

এই অবস্থায়, সম্প্রতি সেন্টমার্টিনের স্পিড বোট মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক, খোরশেদ আলম, বলেন, বোটে প্রকাশ্যে গুলি করতে দেখে মানুষ ভয়ে এ রুটে যাচ্ছেন না। তবে, ওই পথ ছাড়া সেন্টমার্টিনে আসার বিকল্প ব্যবস্থা নেই। প্রতিদিন সেন্টমার্টিন-টেকনাফ নৌ রুটে ৪টি ট্রলার ও ৬টি স্পিডবোটের মাধ্যমে শতাধিক মানুষ আসা-যাওয়া করার পাশাপাশি খাদ্য ও নিত্যপণ্য বহন করা হতো।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন জানিয়েছেন, সম্প্রতি মিয়ানমার থেকে ট্রলার ও স্পিডবোট লক্ষ্য করে গুলি ছোড়া হচ্ছে। তাই ওই নৌরুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। জরুরি ভিত্তিতে শাহপরীর দ্বীপ অংশ থেকে বিকল্প পদ্ধতিতে বঙ্গোপসাগর হয়ে সেন্টমার্টিন যাওয়া যায় কি-না তা বিবেচনা করা হচ্ছে।

  • ঊষারবাণী
  • কক্সবাজার
  • টেকনাফ
  • সেন্টমার্টিন
  •   local-nogod-300-x-250