শিরোনাম

দেশের ৮ টি জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

৮ টি জেলার উপর দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় আসার পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে। আজ শুক্রবার সকাল ১১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য একটি সতর্কবার্তা জারি করা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং কুমিল্লা জেলার উপর দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া চলতে পারে। এই এলাকাগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেওয়া হয়েছে।

আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের আটটি বিভাগের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি পড়তে পারে। বৃষ্টিপাতের প্রবণতা কয়েক দিন ধরে এভাবেই থাকতে পারে।

  • ঊষারবাণী
  • বাংলাদেশ
  •   local-nogod-300-x-250