উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন আলোচিত ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে এই তথ্য জানান।
পোস্টে তিনি লেখেন, “তিনবার বঞ্চিত হওয়ার পর আজ উপসচিব পদে পদোন্নতি পেলাম। আলহামদুলিল্লাহ্। সব প্রশংসা মহান আল্লাহর যিনি সর্বোত্তম সিদ্ধান্ত গ্রহণকারী।”
১৪ বছরের বেশি সময় ধরে প্রশাসনে কর্মরত থাকলেও পদোন্নতি পেতে বিলম্ব হয়েছিল সারওয়ারের। ২০২২ সালে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার কারণে তার বিরুদ্ধে তিরস্কার সূচক লঘুদণ্ডের শাস্তি আরোপ করা হয়েছিল, যখন তিনি র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন।
২০২১ সালের ৭ মার্চ সরকারের পক্ষ থেকে ৩৩৭ জন সিনিয়র সহকারী সচিবকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়, কিন্তু ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা পদোন্নতির তালিকায় স্থান পাননি। পরদিন, ৮ মার্চ, তিনি ফেসবুকে একটি পোস্ট দেন যেখানে তিনি উল্লেখ করেন, চাকরি জীবনে যারা অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে লড়াই করেছেন তাদের বেশিরভাগই পদোন্নতি বঞ্চিত ও নিগৃহীত হয়েছেন।
২০২১ সালের ৩০ জুন তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয় এবং তাকে কৈফিয়ত তলব করা হয়। তবে সারওয়ার আত্মপক্ষ সমর্থনে কোনো লিখিত বক্তব্য দেননি।