অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. সাখাওয়াত হোসেন বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি। তিনি বলেন, দল গুছিয়ে নিয়ে আসতে হবে এবং নতুন পরিকল্পনা গ্রহণ করতে হবে। রাজনৈতিক দল নিষিদ্ধ করার অভ্যাস ভাল নয়।
রবিবার (১২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।
ড. সাখাওয়াত বলেন, আওয়ামী লীগে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী অনেক ভাল মানুষ রয়েছেন। যদিও বর্তমানে দলটি কঠিন পরিস্থিতির মুখোমুখি।
শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আওয়ামী লীগ সভানেত্রী দেশে ফিরে আসুন। আপনার নাগরিকত্ব বাতিল হয়নি। শুধু অস্থিরতা সৃষ্টি করবেন না। এরশাদ জেলে গেলেও তার দল এখনও আছে। দেশের পরিস্থিতি অরাজকতার দিকে ঠেলে না দিতে সকল রাজনৈতিক দলকে আহ্বান জানান তিনি।
১৫ আগস্ট ছুটি থাকবে কিনা, এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।