শিরোনাম

আজ থেকে সীমিত আকারে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ মাস আগে
আজ থেকে সীমিত আকারে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং সরকারের বিরুদ্ধে সহিংসতার পর কয়েকদিন বন্ধ থাকার পর আজ থেকে সীমিত আকারে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে চট্টগ্রামসহ বিভিন্ন রুটে ট্রেন চলাচল শুরু হয়। তবে সহিংসতার কারণে ট্রেনের বগি ক্ষতিগ্রস্ত হওয়ায় তিনটি ট্রেন আপাতত বন্ধ রাখা হয়েছে।

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে সকালে দেখা যায়, যাত্রীরা ট্রেনের জন্য অপেক্ষা করছেন, তবে যাত্রীসংখ্যা তুলনামূলক কম। রেল মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আপাতত পারাবত এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস এবং সিরাজগঞ্জ এক্সপ্রেস চলাচল করবে না।

উল্লেখ্য, ছাত্র আন্দোলনের পর ১৮ জুলাই থেকে সারা দেশে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ ছিল। এরপর ১২ আগস্ট থেকে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। প্রথমে মালগাড়ি দিয়ে ট্রেন চলাচল শুরু হয় এবং পরবর্তী দুই দিন যাত্রীবাহী মেইল, এক্সপ্রেস, লোকাল ও কমিউটার ট্রেনও চলতে থাকে।

  • dailyusharbani
  • ঊষারবাণী
  •