শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অসংখ্য শিক্ষার্থী আহত হয়েছেন। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরকারি-বেসরকারি হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। এদের সুচিকিৎসার জন্য অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে। এবার সেনাবাহিনীও আহত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে।
সেনাবাহিনী জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের জরুরি ও উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। চিকিৎসাসেবা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের সিএমএইচ, ঢাকার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে– ০১৭৬৯০৫১৬৫২, ০১৭৬৯০৫১৬৫৩, ০১৭৬৯০৫১৬৫৪, ০১৭৬৯০৫১৬৫৭, ০১৭৬৯০৫১৬৫৮।
সেনাবাহিনীর বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের দ্রুত আরোগ্য কামনা করছে এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদানে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে।