শিরোনাম

আন্দোলনে পুলিশের ছেলে হত্যা মামলার আসামি ৫ পুলিশ কর্মকর্তা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৫ মাস আগে
আন্দোলনে পুলিশের ছেলে হত্যা মামলার আসামি ৫ পুলিশ কর্মকর্তা

যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত আরেক পুলিশ সদস্যের ছেলে ইমাম হোসেনের পরিবারের পক্ষ থেকে পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। ইমাম হোসেন, যিনি রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের জ্যেষ্ঠ উপপরিদর্শক মো. ময়ানাল হোসেন ভূঁইয়ার ছেলে, মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

মামলায় যাত্রাবাড়ী থানার তৎকালীন ওসি জাকির হোসেন, ডিসি ইকবাল হোসেন, এডিসি শাকিল মোহাম্মদ শামীম, এসি তানজিল আহমেদ ও এসআই শাহাদাত আলীকে বিবাদী করা হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ২০ জুলাই যাত্রাবাড়ী এলাকায় আন্দোলনে অংশ নেয় ১৯ বছর বয়সী ছাত্র ইমাম হোসেন ও তার বন্ধুরা। ভিডিও ফুটেজে দেখা যায়, পুলিশের গুলির মুখে পড়ে ইমাম হোসেন নিহত হন। ঘটনার সময় যাত্রাবাড়ী থানার ওসি উপস্থিত ছিলেন। পুলিশের সন্তান হওয়ার পরও ইমাম হোসেন রক্ষা পাননি।

ইমামের বন্ধু রাহাত তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু পুলিশ রাহাতকে গুলি করে। পরে বন্ধুর মরদেহ রেখে জীবন রক্ষা করেন রাহাত।