শিরোনাম

আসামিপক্ষের আইনজীবী না থাকলে লিগ্যাল এইড থেকে নিয়োগের নির্দেশ আদালতের

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ মাস আগে
আসামিপক্ষের আইনজীবী না থাকলে লিগ্যাল এইড থেকে নিয়োগের নির্দেশ আদালতের

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নির্দেশ দিয়েছেন যে, কোনো আদালত বা ট্রাইব্যুনালে আসামিদের পক্ষে যদি কোনো আইনজীবী না থাকে, তাহলে লিগ্যাল এইডের প্যানেল থেকে আইনজীবী নিয়োগ করতে হবে। রোববার (২২ আগস্ট) সুপ্রিম কোর্ট থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আসামিদের আইনগত সহায়তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কেউ যেন আইনগত সহায়তা থেকে বঞ্চিত না হয়, সেই বিষয়টি নিশ্চিত করার জন্য প্রধান বিচারপতি এই নির্দেশনা জারি করেছেন।

এছাড়াও, বিজ্ঞপ্তিতে আসামিপক্ষের আইনজীবীরা যাতে তাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে পারেন, সেই বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।

  • dailyusharbani
  • ঊষারবাণী
  •