শিরোনাম

ইকবালুর রহিম ও বিচারপতি ইনায়েতুর রহিমের বিরুদ্ধে হত্যা মামলা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৫ মাস আগে

দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এক শিক্ষার্থীর নিহত হওয়ার ঘটনায় জাতীয় সংসদের সাবেক হুইপ ইকবালুর রহিম এবং তার ভাই আপিল বিভাগের সাবেক বিচারপতি এম ইনায়েতুর রহিমসহ ২০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ৪০০ থেকে ৫০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

গতকাল সোমবার উপশহর এলাকার মৃত সাহার উদ্দিনের ছেলে রুহান হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় এ মামলাটি করেন। থানার ওসি ফরিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় উল্লেখিত অন্য আসামিদের মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, কোতোয়ালি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, শহর আওয়ামী লীগের সহসভাপতি শেখ শাহ আলম, জেলা যুবলীগের সভাপতি রাসেদ পারভেজ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, এবং আরও কয়েকজন স্থানীয় রাজনৈতিক নেতা ও ছাত্রলীগের সদস্য।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ৪ আগস্ট দিনাজপুরে শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়েছিল। দুপুর সাড়ে ১২টার দিকে তারা হাসপাতাল মোড় থেকে বাংলা স্কুল মোড় হয়ে জিলা স্কুলের দিকে যাচ্ছিল। এ সময় সাবেক হুইপ ইকবালুর রহিম এবং তার ভাই বিচারপতি এম ইনায়েতুর রহিমের উসকানিতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর গুলি ও হামলা চালায়। এতে বিদুরসাহি গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে রাহুলসহ ছয়জন গুলিবিদ্ধ হয়। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ৯ আগস্ট সন্ধ্যায় রাহুল মারা যায়।

No tags found for this post.