শিরোনাম

এভাবে বিদায় নিতে হবে আমি কখনো ভাবিনি : পিটার হাস

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৬ মাস আগে
এভাবে বিদায় নিতে হবে আমি কখনো ভাবিনি : পিটার হাস

বাংলাদেশে দায়িত্ব পালন শেষ করে ঢাকা ছেড়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সোমবার রাতে তিনি ঢাকা থেকে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা দেন। বাংলাদেশে সহিংস আন্দোলনের সময়ে ঢাকা ত্যাগ করার পর পিটার হাস জানিয়েছেন, তিনি এভাবে বাংলাদেশ থেকে বিদায় নেবেন তা ভাবতে পারেননি।

মঙ্গলবার রাতে সামাজিক মাধ্যম লিংকডইনে দেওয়া এক পোস্টে পিটার হাস জানিয়েছেন, তিনি বাংলাদেশের মিশন শেষ করে যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন। তিনি লেখেন, “এভাবে বাংলাদেশ মিশন শেষ করতে হবে তা ভাবিনি। আমি যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছি। দূতাবাসের সব কর্মী, আমার সহকর্মী, পরিবার, বন্ধু এবং বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি আমি কৃতজ্ঞ।”

বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা রইল। পিটার হাস এই পোস্টের সঙ্গে মার্কিন দূতাবাস, ঢাকার একটি ফেসবুক পোস্টও শেয়ার করেছেন। এই পোস্টে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে দূতাবাসের কর্মীদের নিরাপত্তা সম্পর্কিত নির্দেশনা দেওয়া হয়েছে। উল্লেখ্য, পিটার হাস ২০২২ সালের ১ মার্চ ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, তিনি রবার্ট মিলারের স্থলাভিষিক্ত হন।

পিটার হাসের বিদায়ের পর যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে আসছেন ডেভিড স্লেটন মিল। তিনি সর্বশেষ চীনের বেইজিংয়ে মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন (উপরাষ্ট্রদূত) হিসেবে দায়িত্ব পালন করেছেন। মিল আগে ঢাকায় মার্কিন দূতাবাসে উপররাষ্ট্রদূত হিসেবেও কাজ করেছেন।