রাঙামাটির কাপ্তাই বাঁধের ১৬টি গেট আজ রোববার (২৫ আগস্ট) সকাল ৮টা ১০ মিনিটে খুলে দেওয়া হয়েছে। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ে থেকে প্রতি গেট দিয়ে ৬ ইঞ্চি পরিমাণ পানি ছাড়া হচ্ছে, যা প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পরিমাণ।
আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল গতকাল শনিবার রাত ১০টায় গেটগুলো খুলবে, কিন্তু পরে পরিবর্তিত পরিকল্পনায় আজ সকালে গেটগুলো খোলার সিদ্ধান্ত নেয়া হয়। কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, পানির প্রবাহ কম থাকায় এবং রাতের পরিস্থিতি বিবেচনায় গেটগুলো সকাল ৮টায় খোলার সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া, গেটগুলো ৬ ইঞ্চি করে খোলা হলেও, যদি পানির স্তর বাড়ে, তবে গেট খুলে দেওয়ার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে।