শিরোনাম

কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৭ মাস আগে
কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে আজ বুধবার দ্বিতীয় দিনের মতো বিপুলসংখ্যক শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশী রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন।

এর আগে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। তারা ঘোষণা দিয়েছেন যে, কোটা বাতিলের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

শাহবাগ, গুলিস্তান ও পুরান ঢাকায় শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। একই দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গত ৫ জুন হাইকোর্ট প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটাসহ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এই রায় প্রদান করেন।

হাইকোর্টের এই রায় প্রত্যাখ্যান করে সেদিন বিকালে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। পরের দিন একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে কয়েক হাজার শিক্ষার্থী জড়ো হন। এরপর গ্রীষ্মকালীন ও ঈদুল আযহার ছুটি শেষে শিক্ষার্থীরা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী কোটা পুনর্বহালের দাবিতে রাজপথে বিক্ষোভ শুরু করেন।