টানা বৃষ্টির ফলে সড়কের ওপর পাহাড়ধসের কারণে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে খাগড়াছড়ির যান চলাচল বন্ধ হয়ে গেছে। এর ফলে সাধারণ যাত্রী ও পর্যটকরা আটকা পড়েছেন। সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। আজ মঙ্গলবার ভোর পাঁচটার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের সাপাহার এলাকায় এই পাহাড়ধসের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দাদের মতে, ভোরে সাপাহার এলাকায় হঠাৎ সড়কের ওপর পাহাড়ের মাটি ধসে পড়ে। এতে সড়ক বন্ধ হয়ে যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। ফলে সাধারণ যাত্রী ও পর্যটকদের ভোগান্তি পোহাতে হয়।
মল্লিকা চাকমা নামের এক যাত্রী গতকাল রাতে ঢাকা থেকে খাগড়াছড়ির উদ্দেশে রওনা দিয়ে আটকা পড়েছেন। তিনি বলেন, ‘ভোর থেকে গাড়িতে আছি। সকাল সাতটা বাজলেও কেউ মাটি সরাতে আসেনি। আর কতক্ষণ লাগতে পারে তা জানি না।’
এদিকে খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাজেশ বড়ুয়া জানান, ঘটনাস্থল থেকে মাটি সরানোর কাজ শুরু হয়েছে। আজ সকাল সোয়া নয়টার দিকে তিনি জানান, স্থানীয় লোকজন, সড়ক বিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মীরা একত্রে সড়কের মাটি সরানোর কাজ করছেন। তিনি আশা প্রকাশ করেন যে, আধা ঘণ্টার মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।