চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, “আমি রাজনীতিক নই, যা বলবো, তাই করবো। আমি কোনও কিছু নিয়ে পরোয়া করি না।”
রবিবার (১১ আগস্ট) দুপুরে রাজধানীর কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন। তিনি মন্তব্য করেন, বিগত সরকারের সময় পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে।
স্বদেশি পুলিশ সদস্যদের বৃহস্পতিবারের মধ্যে কাজে যোগ দেওয়ার সময় বেঁধে দেন এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, “যারা সময়মতো কাজে যোগ দেবে না, তাদের পালাতক হিসেবে ধরা হবে এবং মনে করা হবে তারা চাকরি করতে আগ্রহী নয়।”
তিনি আরও বলেন, “চাঁদাবাজি বা অন্য কিছু করা, যা করার করুন, তবে যদি আমার কানে আসে, সেটা ভালো হবে না। আমি সেনাপ্রধানকে অনুরোধ করেছি, চাঁদাবাজি করলে পা ভেঙে দিতে। আমি কোনও কিছু নিয়ে পরোয়া করি না।”
তিনি নিজেকে সাধারণ বা রাজনৈতিক ব্যক্তি হিসেবে উল্লেখ না করে বলেন, “আমি একজন ফৌজি মানুষ। যা বলবো, তাই করবো। সেটা আমি একদিন থাকি বা তিনদিন থাকি, যারা চাঁদাবাজি করবে তাদের ধরতে আমি আহ্বান জানাচ্ছি।”