শিরোনাম

ছাত্র আন্দোলনকে ঢাল বানিয়ে সহিংসতা, রাজশাহীতে গ্রেফতার ৮১৫

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৪ মাস আগে

রাজশাহীতে ছাত্র আন্দোলনের নামে সহিংসতা: ৫২টি মামলা, ৮১৫ জন গ্রেফতার

রাজশাহী বিভাগে ছাত্র আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে সহিংসতার ঘটনায় ৫২টি মামলা হয়েছে। মারধর, সরকারি কাজে বাধা, অগ্নিসংযোগ ও নাশকতাসহ বিভিন্ন অপরাধে পুলিশ মঙ্গলবার পর্যন্ত অন্তত ৮১৫ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে বিএনপি-জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতারাও রয়েছেন।

রাজশাহী রেঞ্জের পুলিশ জানায়, যারা ছাত্র আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে সহিংসতা ও তাণ্ডব চালিয়েছে তাদের সবাইকে আইনের আওতায় আনতে বদ্ধপরিকর তারা। মামলার তদন্তের পাশাপাশি আর্থিক সহায়তাকারী, মদদদাতা ও বিস্ফোরক সরবরাহকারীদের ধরতে চলছে বিশেষ অভিযান। নাশকতার সঙ্গে জড়িতদের ছাড়াতে যারা তদবির করছেন তাদেরও তালিকা তৈরি হচ্ছে।

রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক জানান, গ্রেফতারদের থানা থেকে ছাড়াতে রাজনৈতিক, সামাজিক নেতা ও বিভিন্ন পদমর্যাদার ব্যক্তিরা তদবির করছেন। এবার তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে তালিকা করা হচ্ছে। ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাসহ বগুড়ার ২২ তদবিরকারী এবং বিভাগে অন্তত অর্ধশতাধিক ব্যক্তির নাম সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছে পুলিশ।

তিনি আরও জানান, দায়ের করা মামলার তদন্তের পাশাপাশি আর্থিক ও নানাভাবে যারা সহিংসতাকারীদের সহায়তা করেছেন তাদের গুরুত্ব দেওয়া হচ্ছে।

র‍্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবির জানান, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী মনে করছে, অগ্নিসংযোগে গান পাউডার ব্যবহার করা হয়েছে। সীমান্ত পেরিয়ে এই বিস্ফোরক পদার্থ সারা দেশে ছড়িয়েছে কিনা এবং রাজশাহী অঞ্চলের চিহ্নিত জঙ্গি ও আগুন সন্ত্রাসীরা জড়িত কিনা তা জানতে বিশেষ তদন্ত চলছে।

গত ১৭ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও ২২টি মোটরসাইকেল পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। বগুড়া পুলিশ লাইন, বিচারকের বাসভবনসহ বিভাগের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটে।