বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিশেষ বোর্ড সভা আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। দেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পর, এই সভায় বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন এবং তার পরিচালনা পর্ষদের অনেকের পদত্যাগের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। সকাল ১১টায় সকল পরিচালকদের উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
সরকার পরিবর্তনের পর এটিই হবে বিসিবির প্রথম বোর্ড সভা। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, সভা অনুষ্ঠিত হওয়ার জন্য কমপক্ষে ৯ জন পরিচালকের উপস্থিতি প্রয়োজন। সাধারণত, বোর্ড সভা আহ্বান করার ক্ষমতা সভাপতির হাতে থাকে। তবে, বর্তমানে সভাপতি নাজমুল পাপন বিসিবির কার্যক্রম থেকে দূরে রয়েছেন। শোনা যাচ্ছে, নতুন সভাপতি নিয়োগের বিষয়ে আলোচনা হতে পারে। এসব দিক বিবেচনায়, আগামীকালের সভায় বড় ধরনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
সরকার পতনের পর থেকে বিসিবির অনেক প্রভাবশালী পরিচালক বিসিবিতে উপস্থিত হননি। সূত্রে জানা গেছে, তাদের অনেকেই বিদেশে অবস্থান করছেন। ফলে আগামীকালের সভায় তারা কীভাবে অংশ নেবেন তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
যদি বোর্ড সভাপতি ও পরিচালকেরা পদত্যাগ করেন, তবে আইসিসির গাইডলাইন এবং বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী বিসিবি পুনর্গঠনে কোনো আইনগত বাধা থাকবে না। গত কয়েক সপ্তাহ ধরে ঝুলে থাকা গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সমাধান হয়তো আগামীকালের সভার মাধ্যমে স্পষ্ট হয়ে যাবে।