শিরোনাম

ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৫ মাস আগে

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ঢাকা-রাজশাহী মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ট্রাক-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। সোমবার ভোরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় প্রাইভেট কারের চালক গুরুতর আহত হন, যাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন রাজশাহীর বাগমারা থানার নরসিংহপুর গ্রামের বাসিন্দা জসিম উদ্দিন (৬৫), তার স্ত্রী ময়না খাতুন (৬০), এবং তাদের দুই ছেলে জামাল উদ্দিন (৪৫) ও কামাল উদ্দিন (৪০)। সলঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. এনামুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. নুরুল ইসলাম বাবু জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চারজনের মরদেহ উদ্ধার করেন। স্থানীয়দের তথ্য অনুযায়ী, নিহত পরিবারটি প্রাইভেট কারে করে ঢাকা থেকে আসছিলেন। এ সময় ঢাকাগামী একটি ট্রাক তাদের গাড়িটিকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. তাজ উদ্দিন জানান, মরদেহগুলো থানায় আনা হয়েছে এবং নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

No tags found for this post.