শিরোনাম

“ট্রাফিক নিয়ন্ত্রণে মাঠে থাকবে বিএনসিসি”

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে
ট্রাফিক নিয়ন্ত্রণে মাঠে থাকবে বিএনসিসি

রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) মাঠে থাকবে এবং আনসার বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করবে। এর পাশাপাশি, BNPCC ক্যাডেটরা পরিচ্ছন্নতা কার্যক্রমেও অংশগ্রহণ করবে।

বুধবার (৭ আগস্ট) বিএনসিসির মহাপরিচালক মেজর এস এম আমিনুল হক একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা প্রদান করেন। বিজ্ঞপ্তিতে অবিলম্বে এই নির্দেশনা বাস্তবায়নের কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশের চলমান পরিস্থিতিতে কিছু স্বার্থান্বেষী মহল পুলিশের ওপর আক্রমণ করছে, যার কারণে পুলিশ ব্যবস্থা ভেঙে পড়েছে এবং যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। এই পরিস্থিতিতে আগ্রহী ক্যাডেটরা আনসার বাহিনীর সাথে মিলিত হয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করবে।

এছাড়া, ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রমেও ক্যাডেটরা অংশগ্রহণ করবে। পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের এই দায়িত্ব প্রত্যাহার করা হবে।

আজ বুধবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখা যায়। সাধারণ মানুষও এতে অংশ নেয়। নগরের বিভিন্ন স্থাপনার দেয়াল লিখনও মুছে দেওয়া হয়। এর আগে, ৬ আগস্ট ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে দেওয়া হয়।

Krishibid Group Real Estate-ads