শিরোনাম

ডিজিএফআই ও আনসারে নতুন মহাপরিচালক, এমআইএসটির কমান্ড্যান্ট পদে রদবদল

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে
ডিজিএফআই ও আনসারে নতুন মহাপরিচালক, এমআইএসটির কমান্ড্যান্ট পদে রদবদল

বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপর্যায়ে নতুন রদবদল করা হয়েছে। মেজর জেনারেল মো. ফয়জুর রহমানকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মেজর জেনারেল মো. নাসিম পারভেজকে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কমান্ড্যান্ট হিসেবে এবং মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে আনসার ও ভিডিপির মহাপরিচালক হিসেবে নিয়োগ করা হয়েছে।

সোমবার (১২ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া, শেখ হাসিনা সরকারের পতনের দুই দিন পর সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ও জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডসহ অন্যান্য শীর্ষ পদে রদবদল করা হয়েছে। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।