ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. হারুন অর রশীদকে গোয়েন্দা বিভাগের (ডিবি) দায়িত্ব থেকে বদলি করা হয়েছে। তাঁকে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস)–এর দায়িত্ব দেওয়া হয়েছে।
আজ বুধবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির তথ্য জানানো হয়েছে।
হারুন অর রশীদের জায়গায় ডিএমপির গোয়েন্দা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে মহা. আশরাফুজ্জামানকে। তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে লজিস্টিক, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্টের দায়িত্বে ছিলেন।
ওই আদেশেই ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খ. মহিদউদ্দিনকে অতিরিক্ত কমিশনার হিসেবে লজিস্টিক, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে ডিবি প্রধানের দায়িত্ব পালন করছিলেন হারুন অর রশীদ। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে ডিবি হেফাজতে নিয়ে আলোচনায় আসেন তিনি। প্রথমে তিনজনকে হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়, পরে বাকি তিনজনকেও আটক করা হয়। ডিবি হেফাজতে থাকা ছয় সমন্বয়ক গত রবিবার একটি ভিডিও বার্তায় তাদের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। ওই দিনই হারুন অর রশীদ ফেসবুকে তাদের সঙ্গে এক টেবিলে বসে খাবারের ছবি পোস্ট করেন।
এসব ঘটনা নিয়ে নানা মহলে ব্যাপক আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে, পাশাপাশি হাইকোর্টও অসন্তুষ্টি প্রকাশ করেছেন। গত সোমবার একটি রিট আবেদনের শুনানিতে রাষ্ট্রপক্ষ ছয় সমন্বয়কের কাঁটাচামচ দিয়ে খাওয়ার বিষয়টি তুলে ধরলে, হাইকোর্ট মন্তব্য করেন, ‘এগুলো করার প্রয়োজন কী ছিল? কেন এসব করা হলো? জাতির সঙ্গে এভাবে খেলা করবেন না। যাকে ধরে নিয়েছেন, তাকে একটি খাবারের টেবিলে বসিয়ে দিয়েছেন।’
সম্প্রতি হারুন অর রশীদের একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে, যা তাঁর সহকর্মীদের মধ্যে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেছে।