নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ আজ বৃহস্পতিবার রাত ৮টায় হতে পারে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি জানান, ড. ইউনূসের সঙ্গে তার কথা হয়েছে এবং ড. ইউনূস এই দায়িত্ব পালনে অত্যন্ত আগ্রহী। সশস্ত্র বাহিনী তাকে সর্বতোভাবে সহায়তা করবে।
গতকাল বুধবার সন্ধ্যায় সেনাসদরে দেশের চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে, জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ড. ইউনূস আজ দুপুর ২টার দিকে দেশে ফিরবেন এবং তিনি তাকে অভ্যর্থনা জানাতে যাবেন। সেনাপ্রধান বলেন, ড. ইউনূসকে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী এবং সব রাজনৈতিক দল ও শিক্ষার্থীরা সহায়তা করবে।
শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, লুটপাটের কঠোর হুঁশিয়ারি দিয়ে সেনাপ্রধান বলেন, এসব অপরাধে জড়িতদের আইনের আওতায় আনা হবে। গত দুই দিনের ঘটনাবলীর জন্য দুঃখ প্রকাশ করে তিনি জানান, পরিস্থিতি এখন অনেক উন্নতি হয়েছে এবং তিন-চার দিনের মধ্যে দেশ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
সেনাপ্রধান বলেন, পুলিশ বর্তমানে ডিউটিতে নেই, যা একটি বড় শূন্যতা তৈরি করেছে। তবে সেনাবাহিনী যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে এবং পুলিশ পুনর্গঠনের পর এ ধরনের সহিংসতা প্রতিহত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। পুলিশ পুনর্গঠনের কাজ চলছে এবং একজন নতুন পুলিশ প্রধান নিয়োগ দেওয়া হয়েছে।
ছাত্র ও স্বেচ্ছাসেবকরা পুলিশের অনুপস্থিতিতে ট্রাফিক নিয়ন্ত্রণ ও সড়ক পরিষ্কারের কাজ করছে, যা সেনাপ্রধান প্রশংসা করেন। গুজবের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণ যেন গুজবে কান না দেয় এবং নিশ্চিত না হয়ে অন্যকে তথ্য না দেয়।
এই পরিস্থিতিতে ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুতি চলছে এবং সবার সহযোগিতায় দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসার আশাবাদ ব্যক্ত করেছেন সেনাপ্রধান।