অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর এই প্রথম রাষ্ট্রদূত ওয়েন ড. ইউনূসের সাথে সাক্ষাৎ করেন।
রোববার (২৫ আগস্ট) সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস ইউনিট।
সাক্ষাতে সম্ভাব্য আলোচ্য বিষয়গুলোর মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা, ২০২৫ সালে বাংলাদেশ-চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন এবং বাংলাদেশ উন্নয়ন প্রকল্পে চীনের অংশীদারিত্ব অন্তর্ভুক্ত থাকতে পারে। এছাড়া, দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হতে পারে।