শিরোনাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজও চলছে গণত্রাণ সংগ্রহ কার্যক্রম

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৮ মাস আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজও চলছে গণত্রাণ সংগ্রহ কার্যক্রম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও অন্যান্য ক্যাম্পাসে বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে। গত কয়েক দিনের মতো আজও নানা শ্রেণী-পেশার মানুষ নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী দিয়ে সহায়তা করছেন।

মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল থেকেই অনেক মানুষ নগদ টাকা, ওষুধ, পোশাকসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী প্রদান করছেন। এই সহায়তা কার্যক্রম মধ্যরাত পর্যন্ত চলবে। নগরীর বিভিন্ন স্তরের মানুষ বন্যার্তদের সাহায্যে এগিয়ে এসেছেন।

তবে, শিক্ষার্থীরা আজ থেকে বন্যার্তদের সহায়তায় পোশাক ও শুকনো কাপড় না দেয়ার অনুরোধ জানিয়েছেন। তারা জানান, বর্তমান সময়ে শুকনা খাবারের প্রয়োজন সবচেয়ে বেশি। এজন্য নগদ অর্থ ও খাবার দেয়ার আহ্বান জানানো হয়েছে। আজও কিছু ট্রাকে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে।