শিরোনাম

দুপুরে ঢাকায় আসছেন ড. ইউনূস

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৬ মাস আগে

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের দেশে ফেরা এবং অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব গ্রহণ

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস আজ দেশে ফিরবেন। সব ঠিক থাকলে, তিনি এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুপুর ২টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

বুধবার (৭ আগস্ট) তিনি ফ্রান্সের রাজধানী প্যারিসের চার্লস দ্য গল বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। এ সময় তাকে ফ্রান্সের বিশেষ বাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তা প্রদান করেন।

ইউনূস সেন্টার থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ড. মুহাম্মদ ইউনূস আজ দুপুরে বাংলাদেশে ফিরবেন। এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুপুর ২টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার। তিনি প্যারিসে অলিম্পিক কমিটির আমন্ত্রণে বিশেষ অতিথি হিসেবে গিয়েছিলেন এবং সেখানে চিকিৎসা নিয়েছেন, একটি ছোট অস্ত্রোপচারও হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়। রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেন। বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ সংশ্লিষ্টদের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নাম চূড়ান্ত করা হবে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের শপথ আজ রাত ৮টায় অনুষ্ঠিত হতে পারে।

No tags found for this post.