শিরোনাম

দুপুর ১টার মধ্যে প্রধান বিচারপতিকে পদত্যাগের আলটিমেটাম

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৫ মাস আগে

প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আলটিমেটাম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের জন্য দুপুর ১টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছে। শনিবার (১০ আগস্ট) বেলা ১১টায় হাইকোর্ট চত্বরে আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এই আলটিমেটাম দেন।

আন্দোলনের আহ্বানে শত শত শিক্ষার্থী হাইকোর্টের ভেতরে ঢুকে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। এর আগে, প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে সরকারের সঙ্গে কোনো আলোচনা না করেই ফুল কোর্ট মিটিং ডাকায়, হাইকোর্ট ঘেরাও কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে জানান, ঢাকার সব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীসহ সাধারণ জনগণকে হাইকোর্টের দিকে মিছিল নিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি প্রতিটি জেলাকোর্ট, জজকোর্ট, এবং বিচারপতিদের বাসভবন ঘেরাও করার পরিকল্পনার কথাও জানান তিনি।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, “ফ্যাসিবাদের মদদপুষ্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কোনোপ্রকার আলোচনা না করেই ফুল কোর্ট মিটিং ডেকেছেন, যা পরাজিত শক্তির ষড়যন্ত্রের অংশ। আমরা তাকে আগেই পদত্যাগের আহ্বান জানিয়েছি।”

তিনি সতর্ক করেন যে, “অনতিবিলম্বে প্রধান বিচারপতি পদত্যাগ না করলে, ছাত্র-জনতা অভ্যুত্থানের মাধ্যমে তাকে গদি থেকে সরিয়ে দেবে।”

No tags found for this post.