শিরোনাম

অনির্দিষ্টকালের জন্য সব স্কুল-কলেজ-পলিটেকনিক ইনস্টিটিউট বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৬ মাস আগে

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা: শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত

সারাদেশের সকল মাধ্যমিক স্কুল, উচ্চমাধ্যমিক কলেজ এবং পলিটেকনিক ইনস্টিটিউটের শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ মঙ্গলবার সন্ধ্যায় একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই কারণে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটের শ্রেণি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

বর্তমানে সারাদেশে কোটা সংস্কার আন্দোলন তীব্র আকার ধারণ করেছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছেন। এর বিপরীতে, ছাত্রলীগ আন্দোলনকারীদের প্রতিহত করার ঘোষণা দিয়েছে এবং বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরাও সক্রিয় রয়েছেন। এ পর্যন্ত আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।