শিরোনাম

দ্রুত প্লাবিত হচ্ছে লক্ষ্মীপুর

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ মাস আগে

লক্ষ্মীপুরে প্রায় ৮ লাখ মানুষ বন্যার ভয়াবহতায় মানবিক বিপর্যয়ের সম্মুখীন। খাদ্য ও সুপেয় পানির সংকটে ভুগছেন অনেকেই। দুর্গত অনেক এলাকায় এখনও ত্রাণ পৌঁছায়নি, ফলে মানবেতর জীবনযাপন করছেন মানুষজন। নতুন করে আরও কিছু এলাকা প্লাবিত হয়েছে, এবং আশ্রয়কেন্দ্রগুলোতে ঠাঁই নেই। গতকাল সকালে সদর উপজেলার দিঘলী, বাঙাখা, দত্তপাড়া, উত্তর হামছাদি, টুমচর ও শাকচরে বন্যাকবলিত এলাকাগুলোতে ঘুরে দেখা গেছে ভয়াবহ পরিস্থিতি। বর্তমানে মান্দারী-দিঘলী সড়ক ও দত্তপাড়া বটতলী সড়কের ৮০ ভাগ ডুবে গেছে, আর পানির স্তর এক থেকে দুই ফুট বেড়েছে, ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।

লক্ষ্মীপুরের জেলা প্রশাসক সুরাইয়া জাহান জানিয়েছেন, এখন পর্যন্ত জেলায় ৭ লাখ ২৫ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় আছেন, যার মধ্যে ৩০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন। তিনি আরও জানান, বন্যা মোকাবিলার জন্য সবার সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। ইতোমধ্যে ৭০০ মেট্রিক টন চাল এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে, এবং আরও ৩০ লাখ টাকা নগদ অর্থ বরাদ্দের জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।

  • dailyusharbani
  • ঊষারবাণী
  •