শিরোনাম

নসরুল হামিদের বনানীর ভবনে অভিযান ,দেড় কোটি টাকা ও অস্ত্রসহ যা পাওয়া গেল

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ মাস আগে

রাজধানীর বনানীতে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর মালিকানাধীন ভবনে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (২০ আগস্ট) মধ্যরাতে প্রিয় প্রাঙ্গন নামের ভবনটিতে এ অভিযান শুরু হয়।

এ অভিযানে ভবন থেকে ১ কোটি ৫১ হাজার টাকা, ৫১০ তুর্কি লিরা, ২০০ পাউন্ড, ১টি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। মধ্যরাত থেকে শুরু হওয়া এই অভিযান চলে দুপুর ২টা পর্যন্ত। এর আগে, ভবনটি ঘিরে রাখে সেনাবাহিনী, পুলিশ এবং র‍্যাব।

অভিযানের সময় সেখানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুইজন সমন্বয়ক এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

নুরুল হক নুর অভিযোগ করেন, নসরুল হামিদের এই বাড়ি থেকে ছাত্র জনতার আন্দোলন দমাতে বিপুলসংখ্যক অর্থের যোগান দেয়া হয়েছে। তিনি জানান, এই তথ্য ও প্রমাণ সংগ্রহের জন্যই অভিযানটি পরিচালিত হয়েছে। অভিযানের প্রক্রিয়া নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ধীরগতির অভিযোগ তোলেন নেতারা।

এর আগে, নসরুল হামিদ বিপুর ব্যাংক হিসাব স্থগিত করে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একই সঙ্গে তার পরিবারের সদস্যদের এবং মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয় এবং ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়।

  • dailyusharbani
  • ঊষারবাণী
  •