রাজধানীর পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা ১৩ আন্দোলনকারীর ‘ভূতুড়ে’ বিলের বিষয়ে তদন্ত শুরু করেছে স্বাস্থ্য অধিদফতর। বুধবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি ওই হাসপাতালে পরিদর্শন করে।
স্বাস্থ্য মন্ত্রণালয় তদন্ত কমিটিকে আগামী সাত দিনের মধ্যে একটি নিরপেক্ষ রিপোর্ট জমা দেয়ার নির্দেশ দিয়েছে। এদিকে, পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ইতোমধ্যে ১৩ রোগীর ‘ভূতুড়ে’ বিল মওকুফ করেছে।
পূর্বে, গত সোমবার (১২ আগস্ট) রাতে শিক্ষার্থীদের চাপের মুখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সকল চিকিৎসা খরচ (ঔষধ ব্যতীত) মওকুফের ঘোষণা দেয় পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল।
উল্লেখ্য, জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রূপান্তরিত হয়, যার ফলে শতাধিক শিক্ষার্থী ও জনতার মৃত্যু এবং হাজারও আহত হন। বর্তমানে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে অনেক আহত আন্দোলনকারী ভর্তি রয়েছেন।