শিরোনাম

পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে জাতিসংঘের তদন্ত দল

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৭ মাস আগে
পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে জাতিসংঘের তদন্ত দল

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনার তদন্তে জাতিসংঘের তিন সদস্যের কারিগরি তদন্ত দল পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে বৈঠকে বসেছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক শুরু হয়।

এর আগে, বুধবার (২১ আগস্ট) মধ্যরাতে ঢাকা পৌঁছায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান রোরি মুনগোভেনের নেতৃত্বে গঠিত এই প্রাথমিক কারিগরি দলটি।

রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহর সঙ্গেও বৈঠক করবে দলটি, যিনি বর্তমানে সহকারী পররাষ্ট্র সচিব হিসেবে মন্ত্রণালয়ে কর্মরত আছেন। এছাড়া, ঢাকায় বিভিন্ন অংশীজনদের সঙ্গে আলোচনা করে কাজের ধারা, প্রক্রিয়া, শর্তসহ অন্যান্য বিষয় চূড়ান্ত করবে প্রতিনিধি দলটি।

জাতিসংঘের কারিগরি দলটি প্রাথমিকভাবে ২৮ আগস্ট পর্যন্ত বাংলাদেশে অবস্থান করার কথা জানিয়েছে। তাদের সফরের মেয়াদ প্রয়োজন অনুযায়ী আরও বাড়তে পারে